ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪ - ashulia news 24

topads

Ads Here

Sunday, October 4, 2015

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪


1443929032


আশুলিয়া নিউজ 24:ইরাকের বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন। শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বাগদাদের উত্তরাঞ্চলীয় শিয়া অধ্যুষিত জেলা কাদিমিয়া ও হুরিয়ায় হামলা দুটির ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। পুলিশের এক কর্নেল বলেছেন, ‘কাদিমিয়ায় গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আর হুরিয়ার হামলাটি চালিয়েছেন একজন আত্মঘাতী।’ ইসলামিক স্টেট (আইএস) দুটি হামলার দায় স্বীকার করে বলে জানানো হয়।


No comments:

Post a Comment