সাভারে আওয়ামী লীগের দলীয় সভায় সংঘর্ষে ৫জন আহত, - ashulia news 24

topads

Ads Here

Friday, October 30, 2015

সাভারে আওয়ামী লীগের দলীয় সভায় সংঘর্ষে ৫জন আহত,










মাসুদ রানা:সাভার আওয়ামী লীগের দলীয় প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলী হায়দারকে (৫২) পিটিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলার অনুসারীরাএতে আলী হায়দারসহ পাঁচজন আহত হনশুক্রবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে আয়োজিত দলের প্রস্তুতি কমিটির সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটেআহত আলী হায়দার জানান, জেল হত্যা দিবস উপলক্ষে আগামী ৩ নভেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের উপজেলা পর্যায়ে শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিতে বলা হয়এরই প্রেক্ষিতে সাংসদ ডা. এনামুর রহমানের পরামর্শে তারই তালবাগের বাসভবনে স্থানীয় আওয়ামী লীগের নেতারাসহ ১২টি উপজেলার চেয়ারম্যানদের নিয়ে আজ এই প্রস্তুতি সভা ডাকা হয় তিনি সভায় সঞ্চালকের দায়িত্ব
পালন করছিলেনমাইক্রোফোনে কথা বলার সময়ে হঠাৎ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলার অনুসারীরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েএক পর্যায়ে আমার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রথমে গালিগালাজ ও পরে চেয়ার দিয়ে মারধর করতে থাকেখবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেএ ঘটনায় দলের আরও চার কর্মী আহত হয়েছেন বলে আলী হায়দার জানানপরে সংসদ সদস্যর কক্ষে গিয়ে আশ্রয় নেওয়ার পর নেতাদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে আসেনআলী হায়দার আরও জানান, দীর্ঘ ১৩ বছর ধরে তিনি দলের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনিগত ডিসেম্বরে কাউন্সিলে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়নিতাই তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই আজ মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনিএ ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছেএ পরিস্থিতিতে নেতাদের বাসায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া

No comments:

Post a Comment