দুই পর্যটককে বান্দরবান থেকে অপহরণ - ashulia news 24

topads

Ads Here

Monday, October 5, 2015

দুই পর্যটককে বান্দরবান থেকে অপহরণ




 
আশুলিয়া নিউজ 24:বান্দরবানের রুমায় একজন ম্রো গাইডসহ দুই 
পর্যটককে অপহরণ করা হয়েছে বলে 
জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার দুপুর 
আড়াইটার 
দিকে রাঙামাটি-ভারত 
সীমান্তবর্তী অঞ্চল সিদ্ধুপাড়া থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত ব্যক্তিরা হলেন- বান্দরবানের রুমা উপজেলার ট্যুরিস্ট গাইড প্রাচিংহাই ম্রো এবং ঢাকা থেকে বেড়াতে যাওয়া পর্যটক জোবায়ের ও মুন্না। রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান, বান্দরবানের রুমা থেকে গাইড প্রাচিংহাই ম্রোকে নিয়ে রাইক্ষ্যংপুকুর লেক দেখতে যান ঢাকার দুজন পর্যটক। তারা রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিদ্ধুপাড়া এলাকায় গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্যরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে।

No comments:

Post a Comment